Saturday, June 23, 2018

khali golay bangla song- jadu noy

যাদু নয় মায়া নয় সোহাগের ছোয়া নয়

Friday, June 23, 2017

১টি মেয়ে ভালবাসায় প্রতারণা করছে কি না তা ৬টি লক্ষণ দেখে বোঝা সম্ভব। কীরকম? আসুন, জেনে নেওয়া যাক—

রিলেশনশিপ ম্যানেজমেন্ট গ্রুপ ওয়ার্ল্ড অফ অ্যামোর জানাচ্ছে

. গা ছাড়া মনোভাব: মেয়েরা প্রকৃতিগত ভাবেই যে কোনও সম্পর্কের প্রতি  বেশী  যত্নবান হন। আপনি কখন অফিস থেকে বাড়ি ফিরছেন, কখন খাচ্ছেন, সেগুলো যেমন নজরে রাখেন তাঁরা, তেমনই আপনি তাঁর জন্মদিন মনে রাখছেন কি না, কিংবা দিনে কতবার ফোন করছেন বা মেসেজ করছেনসেগুলোও তাঁরা খেয়াল করেন। যখন তাঁদের জীবনে আপনি ছাড়া দ্বিতীয় পুরুষ প্রবেশ করেন, তখন স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোর প্রতি প্রতি তাঁদের নজর কমে যায়। সম্পর্কের প্রতি একটা গা ছাড়া মনোভাব এসে যায়।

. পোশাক-আশাকে আকস্মিক জাঁকজমক: কোনও মেয়ে যখন প্রথম প্রথম কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন স্বাভাবিকভাবেই নিজেকে যতটা সম্ভব সুন্দর করে তোলার দিকে তাঁর নজর থাকে। সুন্দর পোশাকে নিজেকে সাজিয়ে তোলা, উপযুক্ত প্রসাধন ব্যবহার করাএসবের দিকে মনোযোগী হন তিনি। কিন্তু সম্পর্কের বয়স একটু বাড়ার পরে প্রেমিকের সঙ্গে বেরনোর সময়ে তাঁদের সাজগোজের বহর একটু কমে যায়। যদি দেখা যায়, হঠাৎ করে আপনার স্ত্রী বা প্রেমিকার সাজগোজ পোশাক-আশাকে আবার হঠাৎ করে চাকচিক্য বেড়ে গিয়েছে, তাহলে এমন সম্ভাবনা রয়েছে যে, তিনি অন্য কোনও পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েছেন।

. ভবিষ্যৎ সম্পর্কে উদাসীনতা: যে কোনও মেয়েই নিজের প্রেম-সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে সচেতন হন। নিজের প্রেমিকের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা   নিয়ে আলোচনা করে এই বিষয়ে নিশ্চিত হতে চান। কিন্ত হঠাৎ যদি দেখেন, আপনার প্রেমিকা আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনও উচ্চবাচ্য করছেন না আর, কিংবা আপনি বিয়ে বা বিবাহ-পরবর্তী জীবন নিয়ে আলোচনা করতে চাইলে তিনি এড়িয়ে যাচ্ছেন, তাহলে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে, তাঁর জীবনে অন্য ভালবাসার মানুষ এসে গিয়েছেন।

. শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা: প্রেম যে শুধু মনে সীমাবদ্ধ থাকে না তা বলাই বাহুল্য। যে মেয়ে আপনাকে ভালবাসেন তিনি আপনার শারীরিক সান্নিধ্যও উপভোগ করবেন। কিন্তু হঠাৎ করে যদি দেখেন, শরীরী প্রেমে আপনার সঙ্গিনীর অনীহা জাগছে, তিনি কাছে আসতে চাইছেন না আপনার, তাহলে এমনটা হতেই পারে যে, তাঁর জীবনে এসে গিয়েছেন কোনও  ২য় পুরুষ

. সর্বক্ষণের ব্যস্ততা: কাউকে এড়ানোর সবচেয়ে সহজ রাস্তা ব্যস্ততার ভান করা। যদি দেখেন, আপনার প্রেমিকা বা স্ত্রী হঠাৎ করেই খুব ব্যস্ততায় ডুবে গিয়েছেন, তাহলে সেটা আপনাকে এড়িয়ে যাওয়ার ছলও হতে পারে।সামনে এগজাম, তাই ফোন করতে পারছি না’, ‘অফিসে মিটিং, তাই দেখা করতে পারছি না’—এই জাতীয় অজুহাত যদি তিনি দিতে শুরু করেন, তাহলে আপনাকে এড়িয়ে তিনি অন্য কোনও পুরুষকে সময় দিচ্ছেন কি না, সেটা যাচাই করে দেখুন। অবশ্য তিনি সত্যিই হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছেন কি না, সেটাও আপনাকে বুঝে নিতে হবে।

. নিজের কাজকর্ম সম্পর্কে গোপনীয়তা: আপনার প্রেমিকা বা স্ত্রী কখন কোথায় যাচ্ছেন, কী করছেন, কিংবা কার সঙ্গে দেখা করছেন সেই বিষয়ে কি হঠাৎ করে গোপনীয়তা রক্ষা করতে শুরু করেছেন, স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না? তাহলে এমন সম্ভাবনা প্রবল যে, তিনি আপনাকে লুকিয়ে অন্য কোনও পুরুষকে সঙ্গ দিচ্ছেন।

(লাইফস্টাইল ডেস্ক)

Sunday, May 28, 2017

ব্রণের বিশ্রী কাল দাগ থেকে মুক্তি পান খুব সহজ প্রাকৃতিক উপায়ে


ব্রণের সমস্যা হয়নি এমন মানুষ অনেক কম খুঁজে পাওয়া যাবে। নারী এবং পুরুষ উভয়েই ব্রণের সমস্যায় পরে থাকেন। হরমোনের সমস্যা, বিরূপ আবহাওয়া, ধুলোবালি, রোদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান ইত্যাদির কারণে ব্রণের সমস্যা শুরু হয়। সমস্যা হলো ব্রণের হাত থেকে মুক্তি পেলেও ত্বকে রয়ে যায় ব্রণের বিশ্রী কাল দাগ। এই দাগ খুবই অস্বস্তিকর।
ব্রণের বিশ্রী দাগ মুখের সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। অনেক নামি দামী প্রোডাক্টও ব্রণের এই দাগ সারিয়ে তুলতে সক্ষম হয় না। কিন্তু আপনি জানেন কি, আপনার হাতের কাছেই রয়েছে এর সমাধান? প্রাকৃতিক উপায়ে খুব সহজে ব্রণের এই অস্বস্তিকর বিশ্রী দাগ থেকে মুক্তি পেতে পারেন। চলুন তবে আজকে দেখে নেয়া যাক ব্রণের বিশ্রী দাগ থেকে মুক্তির খুব সহজ প্রাকৃতিক উপায়গুলো।
মধু
মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান, যা ভেতর থেকে এই সমস্যার সমাধান করে। মধু হাতের তালুতে নিয়ে মুখে প্রতিদিন ম্যাসেজ করলে এবং প্রতিদিন ১ টেবিল চামচ মধু খেলে খুব দ্রুত ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়া মধুর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করলে ব্রণের দাগ ত্বক থেকে দূর করতে বিশেষ কার্যকর।
গোলাপজল ও চন্দনগুঁড়ো
১ টেবিল চামচ চন্দনগুঁড়োয় সামান্য গোলাপজল মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এটি ব্রণের দাগের ওপর লাগিয়ে রাখুন সারারাত। সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে ব্রণের দাগ দূর হবে দ্রুত।
লেবুর রস
লেবুর রসের অ্যাসিটিক এসিড ত্বকের ব্রণ সৃষ্টিকারী জীবাণু  ধ্বংস করতে সক্ষম। এছাড়া লেবুর রস ত্বকের তৈলাক্ততা দূর করে ব্রণের উপদ্রব থেকে বাঁচায়। প্রতিদিন লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে তুলোর বল ভিজিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২ ঘণ্টা। ব্রণ ও ব্রণের দাগ থেকে রেহাই পাবেন।
অলিভ অয়েল
ব্রণের দাগ দূর করতে অলিভ অয়েল জাদুর মতো কাজ করে। প্রথমে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে শুকিয়ে নিন। এরপর হাতে সামান্য অলিভ অয়েল নিয়ে মুখে ম্যাসাজ করুন ১০ মিনিট। এপর ৩০ মিনিট পর আবার কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন।
পুদিনা পাতা
এবশ কয়েকটি পুদিনা পাতা পিষে নিয়ে রস বের করে নিন। একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে রস টুকু আলাদা করুন। এই রস প্রতিদিন ত্বকে লাগিয়ে রাখবেন ৩০ মিনিট। এতে দ্রুত ব্রণের দাগ মিলিয়ে যাবে।
আলু
কাঁচা আলু ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকরী। আলু ধুয়ে মুছে নিয়ে পাতলা করে স্লাইস করে ত্বকে ভালো করে ঘষে নিন। এতে করে ত্বকের দাগ হালকা হয়ে আসবে। এবং ধীরে ধীরে মিলিয়ে যাবে।
হলুদ ও পুদিনা পাতা
পুদিনা পাতার রসের সাথে সামান্য হলুদ মিশিয়ে নিন। ত্বকের ওপর লাগান, বিশেষ করে ব্রণের দাগের ওপর। ২০ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। খুব দ্রুত ব্রণের দাগ দূর করতে এই পদ্ধতিটি ব্যবহার করুন।


Thursday, May 25, 2017

পছন্দের গান কিংবা মুভি খুজবেন, পদ্ধতি জেনে নিনঃ


বিভিন্ন ধরণের গান খুজে বের করা, নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এ ক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।

পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) James”। যদি বিশেষ কোন গান খুজবেন , ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi) bangladesh james” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) piano james ।  অন্যান্য ক্ষেত্রেও এই টিপস কাজে লাগানো যাবে।

 ২। পিডিএফ ফাইল খুজে বের করুনঃ

বিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজে বের করার প্রয়োজন হয়। এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাবেই করে দেয়।

পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন, সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন: seo fileType:pdf

 ৩। কোন কিছুর অর্থ জানতে চানঃ

কোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।

পদ্ধতিঃ শুধু শব্দটির পূর্বে define  লিখে দিন। যেমনঃ define: scholarship

 ৪। বিভিন্ন ইউনিট পরিবর্তনে গুগলকে ডাকুনঃ

 উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন।

পদ্ধতিঃ সার্চ বক্সে যেরকম পরিবর্তন করতে চান সেটি লিখুন।। যেমনঃ kg in pound, inch in km

 ৫। কারেন্সি কনভার্টের কাজেও গুগলের সাহায্য নিনঃ

প্রায়ই সময়ই ডলার রেট জানার জন্য অন্যের কাছ হতে সাহায্য নিতে হয়। এখন থেকে এ কাজটির জন্য গুগলকে ডিস্টার্ব করবেন।

পদ্ধতিঃ সার্চ বক্সে দরকারি মুদ্রা লিখে সার্চ দিন। ফরমেট টি হবেঃ USD in BDT

 ৬. কোন এলাকার সময় জানতে গুগলঃ

কোন এলাকার স্থানীয় সময় জানতে কারো সহযোগিতার দরকার নাই কিংবা কোন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করারও দরকার নাই। গুগল এ কাজে আপনাকে সাহায্য করবে।

পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নামের আগে “time” শব্দটি লিখুন। যেমনঃ time ‍Sydney লিখে সার্চ করুন।



 ৭. ঘরে বসে যেকোন জায়গার আবহাওয়ার রিপোর্ট খুজুনঃ

স্থানীয় সময় বের করার মতই যেকোন এলাকার আবহাওয়ার তথ্য জানতে গুগল আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।

পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন এবং নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমনঃ weather ‍Sydney লিখে সার্চ করুন।

 ৮. যেকোন এলাকার সূর্যদয় ও সূর্যাস্তের সময় জানুনঃ

ঢাকাতে বসে অন্য দেশের অন্য কোন শহরের সূযদয় এবং সূযাস্তের সময় জানতে চান। গুগলকে জিজ্ঞাসা করুন।

পদ্ধতিঃ যে শহরে সূযদয় ও সূযাস্তের সময় জানতে চান, সার্চবক্সে সেই শহরের নাম লিখুন, তার আগে Sunrise বা Sunset শব্দটি লিখুন। যেমনঃ sunset : sydney

 ৯। ক্যালকুলেটরের কাজ করা যাবে গুগলের মাধ্যমেঃ

হিসেব নিকেশ সহ যা যা কাজ করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় আপনার, সেই কাজগুলো এখন থেকে গুগলের সাহায্য নিয়েই করতে পারবেন। কাজটি অনেক সহজও।

পদ্ধতিঃ গুগলের সার্চে একটি হিসাব টাইপ (200 + 500 =) করুন, তাহলে গুগল ক্যালকুলের হাজির হবে।

 ১০. নির্দিষ্ট একটি সীমানাকে টার্গেট করে খুজে বের করুনঃ

আপনি যদি মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্ট খুজে বের করতে চান। তাহলে সেটি খুব সহজে বের করা সম্ভব।

পদ্ধতিঃ  প্রথমে লিংকটিতে যেতে হবে। https://plus.google.com/local। এবার সার্চের ঘরে restaurant এবং ঠিক পাশেই লোকেশন লেখার জায়গা রয়েছে। সেখানে লিখুনঃ Mirpur, Dhaka, Bangladesh  লিখে সার্চ করুন। মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্টগুলোর তথ্য খুজে পেয়ে যাবেন।

১১. ফোন নাম্বারের মাধ্যমে এর মালিকের পরিচয় খুজে বের করুনঃ

কোন ফোন নাম্বার জানা থাকলে তার মালিকের নাম খুজে বের করার ক্ষেত্রে গুগল

পদ্ধতিঃ কোন ফোন নাম্বার এবং তার আগে শুধুমাত্র এরিয়া কোড যোগ করে গুগলে সার্চ করুন। সেই নাম্বারের মালিকের নাম ও ঠিকানা খুজে বের করে দিবে এই গুগল।

 ১২।বিমানের ফ্লাইট শিডিউল এবং মালপত্র খুজতেও গুগলের সাহায্য নিনঃ

যেকোন ফ্লাইটের বর্তমান অবস্থা জানতে গুগলই যথেষ্ট। এবং একইভাবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মালপত্রে অবস্থান সম্পর্কেও জানতে চাইলে গুগল আপনাকে হতাশ করবেনা।

পদ্ধতিঃ সার্চের বক্সে প্লেন এবং তার ফ্লাইটের নাম্বার প্রবেশ করিয়ে এর বর্তমান অবস্থান এবং পৌছানোর সময় সম্পর্কে জানা যায়। আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে UPS, FedEx অথবা USPS  এবং সাথে এর ট্রাকিং নাম্বারটি লিখে সার্চ দিন। পেয়ে যাবেন তথ্য। ফরমেটটি হবেঃ fly dubai 456

 ১৩. যেকোন ভাষাতে ট্রান্সলেট করুনঃ

Google Language Tools (https://translate.google.com.bd) এর সাহায্যে যেকোন ভাষার লেখাকে অন্য যেকোন ভাষাতে পরিবর্তন করে দেখার জন্য গুগলের বিকল্প কোথাও নাই।


 পদ্ধতিঃ translate.google.com.bd এ গিয়ে বামের খালি ঘরে মুল লেখাটি পোস্ট করুন। তারপর যে ভাষাতে ট্রান্সলেট করতে চান সেটা সিলেক্ট করে লিখুন